
ঢাবি প্রতিবেদক | ১৬ জুলাই ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল বর্ষার ছোঁয়ায় যেন নতুন রূপ পেয়েছে। সাদা-গোলাপি রঙের রেইন লিলি ফুলে সেজেছে হলের প্রধান ফটক ও বাগান চত্বর। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই শিক্ষার্থীরা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ছেন।
শুধু শিক্ষার্থীরাই নন, অনেক দর্শনার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে হল চত্বরের ছবিগুলো শেয়ার করে বর্ষার সৌন্দর্যের প্রশংসা করছেন।
সলিমুল্লাহ মুসলিম হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন,
“এই ফুলগুলো যেন আমাদের ক্লান্ত দিনগুলোতে একটু প্রশান্তি এনে দেয়। প্রতিদিন সকালেই ফুলগুলো দেখে মনে হয়, প্রকৃতিও যেন আমাদের সঙ্গে আছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলের বাগান পরিচর্যায় সবসময়ই একটা বাড়তি যত্ন লক্ষ্য করা যায়। এবছর বৃষ্টির পরপরই রেইন লিলির দল একসঙ্গে ফুটে উঠে প্রাঙ্গণজুড়ে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে।